টাককা টাকা টাকা
টাকা না থাকায় দুঃখ বাড়ে
টাকায় আসে সুখ
কারও মুখ আমসি থাকে
কারও ফোলে বুক।
আছে যাদের অনেক টাকা
সুখ যে দুইহাতে
টাকাবিহীন জীবন মলিন
উপোষ থাকে রাতে।
কামাই টাকা জোটাই টাকা
পোদ্দারি খুব জোর
চুরির টাকা লুটের টাকা
বরাত মানিকজোড়
খরচ টাকা দু-হাতে খুব
জীবন থাকে রঙিণ
কেউ খাটে উথাল পাতাল
বেঁচে থাকা সঙিণ।
টাকাই জীবন টাকাই গড
টাকা পূণ্যফল
বাকি সব বেকার সাবাড়
বল হরিবল বল।
____________________
(অনেক আগে লেখা একটি ছড়া)
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
'টাকাই জীবন টাকাই গড

টাকা পূণ্যফল
বাকি সব বেকার সাবাড়
বল হরিবল বল।'
loading...
ঠিক বলেছেন, এখন টাকাই সব৷ ছন্দে ছন্দে দারুণ লাগল৷
কেমন আছেন মাহবুব আলী ভাই? শুভেচ্ছা অবিরত৷
loading...